তাপীয় নিউট্রন কাকে বলে

তাপীয় নিউট্রন কাকে বলে?

নিউক্লীয় সংযোজন প্রক্রিয়া সংঘটিত হওয়ার পর যে সমস্ত মুক্ত নিউট্রন উৎপন্ন হয়, তাকে তাপীয় নিউট্রন বলে।


তাপীয় নিউট্রন কাকে বলে?


তাপীয় নিউট্রন হল পরমাণু থেকে বিচ্ছিন্ন খুব ধীরগতির নিউট্রন কণা। E = kT সূত্র ধরে গণনা করলে দেখা যায়, এই ধরনের নিউট্রনের সংশ্লিষ্ট তাপমাত্রা T হয় প্রায় সাধারণ ঘরের তাপমাত্রার সমতুল্য; এখানে E = নিউট্রনটির গতিশক্তি এবং k = বোলজম্যান ধ্রুবক।


উদাহরণ : E = 0.025 eV (ইলেকট্রন-ভোল্ট) হলে, নিউট্রনের বেগ = 2.19 km/s ; তখন E = kT সম্পর্কটি থেকে, T = 290K = 17°C, যা সাধারণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রার সমতুল্য।


এজন্যই এই ধরনের নিউট্রনকে অধিকাংশ ক্ষেত্রেই তাপীয় নিউট্রন বলা হয়। এই ধীরগতির নিউট্রন বিশেষত নিউক্লিয় বিভাজন (nuclear fission) এর জন্য অপরিহার্য।



Post a Comment

0 Comments