ভর সংখ্যা কাকে বলে

আজকে আমরা বিস্তারিতভাবে জানবো ভর সংখ্যা কাকে বলে। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

ভর সংখ্যা কাকে বলে

কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক পটানো নিউট্রন থাকে, তাদের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা (Mass Number) বলা হয়।

অন্যভাবে বলা যায়, কোন মৌলের পরমাণুর কেন্দ্রকে থাকা মোট নিউক্লিয়ন কে ওই মৌলের ভর সংখ্যা বলা হয়।

ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক

ভর সংখ্যা হল পরমাণুর কেন্দ্রকে থাকা প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি। আর পারমাণবিক সংখ্যা হল পরমাণুর কেন্দ্রে থাকা মোট প্রোটন সংখ্যা।

যদি পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে Z এবং নিউট্রন সংখ্যা N দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পরমাণুর ভর সংখ্যা, A = Z – N হয়।

ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউটন সংখ্যা

ভর সংখ্যার উদাহরণ

সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12 হলে, সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা হবে 11+12 = 23 ।

ভরসংখ্যা নির্ণয়ের পদ্ধতি

কোন মৌলের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানা থাকলে ঐ মৌলের ভর সংখ্যা নির্ণয় করা যায়।

ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউটন সংখ্যা

আবার কোনমলে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা জানা থাকলে, ওই মৌলের নিউটন সংখ্যা ও নির্ণয় করা যায়।

নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা – পারমাণবিক সংখ্যা

Post a Comment

0 Comments