বল কাকে বলে

বল কাকে বলে

বল (Force) : বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল বা সচল বস্তুকে স্থির করা হয় বা বেগের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে।


বল প্রয়োগ দ্বারা নিম্নলিখিত কাজগুলি করা যায়। যথা-

1. স্থির বস্তুকে গতিশীল করা যায়। 

2. গতিশীল বস্তুর দিক পরিবর্তন করা যায়। 

3. অল্প গতিশীল বা বেশি দ্রুতি বা গতিকে আরও দ্রুত বা মন্থর করতে পারা যায়। 

4. কোনো বস্তুর আকৃতির পরিবর্তন ঘটানো যায়। 

5. এমনকি একটি স্প্রিং-কে সংকুচিত বা প্রসারিত করে লম্বা করতে পারা যায়। সর্বোপরি যে-কোনো প্রকার কাজের জন্যই বল প্রয়োগ করতে হয়।

Post a Comment

0 Comments