নিউটনের তিনটি গতিসূত্র কী

নিউটনের তিনটি গতিসূত্র কী

প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত প্রিন্সিপিয়া (Philosophiae Naturalis Principia Mathematica) নামক গবেষণা পুস্তকে বস্তুর গতি সংক্রান্ত তিনটি সূত্রের প্রস্তাবনা করেন।

নিউটনের প্রথম সূত্র (১ম সূত্র)

প্রথম সূত্র (First law) : বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে।

নিউটনের দ্বিতীয় সূত্র (২য় সূত্র)

 দ্বিতীয় সূত্র (Second law) : বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

নিউটনের তৃতীয় সূত্র (৩য় সূত্র)

তৃতীয় সূত্র (Third law) : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

Post a Comment

0 Comments