নিউটনের মহাকর্ষ সূত্রকে সার্বজনীন বলা হয় কেন ?

নিউটনের মহাকর্ষ সূত্রকে সার্বজনীন বলা হয় কেন ? 

নিউটনের মহাকর্ষ সূত্রে ব্যবহৃত ধ্রুবক (G)-এর মান বিবেচনাধীন বস্তু দুটির ভরের মান, তাদের আকার, আয়তন, অন্তর্বর্তী মাধ্যম, পারিপার্শ্বিক বিষয় (যেমন—উন্নতা, তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র, বস্তুগুলির উপাদান) ইত্যাদি কোনো বিষয়ের ওপর নির্ভর করে না। বৃহৎ ও ক্ষুদ্র যে-কোনো ভরের বস্তু যে-কোনো দূরত্বেই থাক না কেন, G-এর মান সর্বদা অপরিবর্তনীয় থাকে।


সূর্য বা কোনো ভারী নক্ষত্রের কাছাকাছি অবস্থান, পারমাণবিক দূরত্বের তুলনীয় ব্যবধান অথবা আলোর বেগের কাছাকাছি বেগসহ গতিশীল বস্তু—এমন কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া যে-কোনো পরিস্থিতিতেই G-এর মান ধ্রুবক থাকায় একে সার্বজনীন ধ্রুবক বলে। এ ছাড়া যে-কোনো অবস্থাতেই সূত্রটির যথার্থতা বজায় থাকার কারণে মহাকর্ষ সূত্রকে সার্বজনীন বা বিশ্বজনীন বলা হয়।

Post a Comment

0 Comments