স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কী বোঝায় ? উদাহরণ দাও।

স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কী বোঝায় ? উদাহরণ দাও।

স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল : স্পর্শে না থাকা অবস্থাতেও দুই বা ততোধিক বস্তুগুলির মধ্যে যে বল ক্রিয়া করে, তাকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলে। ইংরেজিতে একে বলে -Forces active without contact।

উদাহরণ : মহাকর্ষ বল, স্থির তাড়িতিক আকর্ষণ-বিকর্ষণ বল, চৌম্বক আকর্ষণ-বিকর্ষণ বল ইত্যাদি।

Post a Comment

0 Comments