তাপ একপ্রকারের শক্তি' যে-কোনো দুটি উদাহরণ দিয়ে বোঝাও।

তাপ একপ্রকারের শক্তি' যে-কোনো দুটি উদাহরণ দিয়ে বোঝাও। 

উত্তর (i) দুটি হাতকে পরস্পরের সাহায্যে ঘর্ষণ করলে দেখা যাবে যে, হাতের তালু দুটি গরম হয়ে গেছে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তির বিনিময়ে তাপের সৃষ্টি হয়।

(ii) কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে কয়লাতে সজ্জিত রাসায়নিক শক্তি তাপে পরিবর্তিত হয়। ওই তাপের সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো যায়। অর্থাৎ, এক্ষেত্রে তাপশক্তি যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত হয়।

সুতরাং, উপরের দুটি উদাহরণ থেকে বোঝা যায় যে, তাপ উৎপন্ন করতে গেলে কোনো না কোনো শক্তির প্রয়োজন হয়। 

আবার, তাপ থেকে অন্যান্য শক্তিও পাওয়া যায়। আমরা জানি, শক্তিকে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা যায়। অতএব, তাপকে একপ্রকার শক্তি বলা যায়।


Post a Comment

0 Comments