প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব বলা হয় কেন?

প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব বলা হয় কেন?

উত্তর। উপাদানভেদে পদার্থের ঘনত্ব (Material density)-এর মানের যেমন তারতম্য হয়, তেমনই প্রতিসরাঙ্কের মানও বিভিন্ন আলোকীয় মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে।

ঘনত্বের ধারণা ব্যবহার করে যেমন ভারী ও হালকা বস্তুকে পৃথক করা যায়, তেমনই দেখা যায়। প্রতিসরাঙ্কের মান আলাদা হলে দুটি মাধ্যমের আলোকীয় আচরণের মধ্যে তারতম্য ঘটে।

যেমন — ঘন মাধ্যমে আলোর বেগ কম, কিন্তু লঘু মাধ্যমে বেশি। এ কারণেই ঘনত্বের সাথে সাদৃশ্য রেখে প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব (Optical density) বলে চিহ্নিত করা হয়। তাই প্রতিসরাঙ্ককে আলোকীয় ঘনত্ব বলা হয়।

Post a Comment

0 Comments