আলোকীয় মাধ্যম কাকে বলে

আলোকীয় মাধ্যম কাকে বলে 

আলোকীয় মাধ্যম (Optical Medium) : আলোকশক্তি যে অঞ্চল বা স্থানের মধ্য দিয়ে চলাচল করতে পারে, তাকেই আলোকীয় মাধ্যম বলে। যেমন- বায়ু, কাচ, জল ইত্যাদি।


আবার, আলো শূন্যমাধ্যমেও চলাচল করতে পারে। তাই, শূন্যস্থানও একপ্রকার আলোকীয় মাধ্যম।


আলোকীয় মাধ্যমের শ্রেণীবিভাগ 

স্বচ্ছ মাধ্যম

অস্বচ্ছ মাধ্যম

ঈষৎ স্বচ্ছ মাধ্যম


শূন্যমাধ্যম কাকে বলে

যে মাধ্যম জড় পদার্থযুক্ত, তাকে জড়মাধ্যম বলে। পদার্থশূন্য মাধ্যমকে শূন্যমাধ্যম বলে। বায়ুমাধ্যম প্রায় শূন্যমাধ্যমের সমতুলা।

স্বচ্ছ মাধ্যম কাকে বলে 

যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে, তাকে স্বচ্ছ মাধ্যম (Transparent Medium) বলে। যেমন— কাচ, বায়ু, জল ইত্যাদি।

অস্বচ্ছ মাধ্যম কাকে বলে 

যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো এক্কোরেই যেতে পারে না, তাকে অস্বচ্ছ মাধ্যম (Opaque Medium)  বলে। যেমন — ইট, কাঠ, পাথর ইত্যাদি।


ঈষৎ স্বচ্ছ মাধ্যম  কাকে বলে

যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে, তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম (Translucent Medium) বলে। এই মাধ্যমে সঞ্চালিত আলোর পরিমাণ স্বচ্ছ মাধ্যম অপেক্ষা কম, কিন্তু অস্বচ্ছ মাধ্যম অপেক্ষা বেশি। যেমন — ঘষা কাচ, তেলমাখানো রুগিজ, ট্রেসিং পেপার ইত্যাদি।




Post a Comment

0 Comments