আলো কাকে বলে

আলো কাকে বলে|আলো কী|আলো বলতে কী বোঝো।

আলো (Light) : নির্দিষ্ট উৎস থেকে নির্গত যে শক্তি বস্তুর উপর আপতিত হয়ে তাকে দৃশ্যমান করে তোলে অর্থাৎ, প্রাণীদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে, তাকে দৃশ্যমান আলো (Visible light) বা সংক্ষেপে আলো বলে।

আলোক উৎস কাকে বলে 

আলোক উৎস (Source of Light) : যে-কোনো বস্তু, যা সংলগ্ন আলো উৎপাদন করে বা অন্য উৎস থেকে পাওয়া আলো বিকিরণ হয়ে করতে সক্ষম, তাকেই আলোক উৎস বলে।

আলোক উৎসের শ্রেণিবিভাগ :

আলোক উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। তথা :

(১) গঠন বা আকৃতিগত প্রকারভেদ

ক) বিন্দু উৎস (লেজার টর্চ)

খ) বিস্তৃত উৎস (টিউব লাইট, সূর্য)

(২) কার্যগত প্রকারভেদ

ক) স্বপ্রভ উৎস (মোমবাতি)

খ) অপ্রভ উৎস (আলোকিত ঘর)

Post a Comment

0 Comments