আয়তন কাকে বলে

আজকে আমরা বিস্তারিত ভাবে জানবো আয়তন কাকে বলে। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

আয়তন কাকে বলে

কোনো বস্তু বা পদার্থ তার অবস্থানের জন্য যে পরিমাণ জায়গা জুড়ে অবস্থান, ওই পরিমাণ জায়গা কে ওই বস্তু বা পদার্থের আয়তন বলে।

সীমাবদ্ধ ত্রিমাত্রিক স্থানের পরিমাপকে এককথায় আয়তন বলা হয়।

কোনো পদার্থ যতটা পরিমাণ স্থান জুড়ে অবস্থান করে, সেই স্থানকে ওই পদার্থের আয়তন বলে।

কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি পদার্থের ই আয়তন আছে। এই সব পদার্থের আয়তন পরিমাপের পদ্ধতি ও একক বিভিন্ন।

আয়তন পরিমাপের একক কি

  • আয়তনের SI একক ঘনমিটার
  • আয়তনের CGS একক ঘনসেন্টিমিটার। 
বিভিন্ন পদার্থের আয়তন মাপার একক

কঠিন পদার্থের আয়তন মাপার একক – ঘনএকক

তরল পদার্থের আয়তন মাপার একক- লিটার

গ্যাসীয় পদার্থের আয়তন মাপার একক- লিটার

পদার্থের নামএকক
কঠিন ঘনএকক
তরললিটার
গ্যাসীয় লিটার

আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি

সাধারণত কঠিন পদার্থের আয়তন মাপা হয় স্কেল এর সাহায্যে। তরল পদার্থের আয়তন মাপা হয় মাপনী চোঙ দিয়ে।

আয়তনের মাত্রীয় সংকেত

আয়তনের মাত্রীয় সংকেত [L3]

আয়তন নির্ণয়ের সূত্র

একটি আয়ত ঘনক বস্তুর দৈর্ঘ্য L, প্রস্থ M এবং উচ্চতা N হলে। বস্তুটির আয়তন = L×M×N ঘনএকক।

আয়তনের বৈশিষ্ট্য

  • কোনো অবস্থাতেই পদার্থের আয়তন শূন্য হয়না।
  • চাপ ও উষ্ণতার ওপর গ্যাসীয় পদার্থের আয়তন নির্ভর করে।
  • সমান ভরের বিভিন্ন পদার্থের আয়তন বিভিন্ন। যেমন- 1 কেজি পাথর অপেক্ষা 1 কেজি তুলোর আয়তন অনেকগুন বেশি।

Post a Comment

0 Comments