মূলমধ্যরেখা কাকে বলে

আজকে আমরা জানবো মূল মধ্যরেখা কাকে বলে। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

মূলমধ্যরেখা কাকে বলে

মূলমধ্যরেখা হল অন্যতম প্রধান দ্রাঘিমা রেখা। 0° দ্রাঘিমারেখাটি মূলমধ্যরেখা নামে পরিচিত।

মূলমধ্যরেখার অবস্থান

মূলমধ্যরেখাটিকে ইংল্যান্ডের লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিনে কল্পনা করা হয়েছে।
এই রেখাটি উত্তরে সুমেরু থেকে দক্ষিনে কুমেরু পর্যন্ত বিস্তৃত।

মূলমধ্যরেখার বৈশিষ্ট্য

(1) মূলমধ্যরেখার মান 0°। 

(2) মূলমধ্যরেখা হল একটি অন্যতম প্রধান দ্রাঘিমারেখা।

(3) এই রেখাটি উত্তরে সুমেরু থেকে দক্ষিনে কুমেরু পর্যন্ত বিস্তৃত।

(4) মূলমধ্যরেখাটি অর্ধবৃত্তাকার।

(5) মূলমধ্যরেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে বা লম্বভাবে ছেদ করে।

মূলমধ্যরেখার গুরুত্ব

  • মূলমধ্যরেখাটি পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে।
  • মূলমধ্যরেখার স্থানীয় সময় কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

Post a Comment

0 Comments