মিনামাটা রোগ কি | মিনামাটা রোগের কারণ ও উপসর্গ

পারদের বিষক্রিয়াজনিত মারণ রোগ হল মিনামাটা। এটি মূলত পারদের দূষণ ঘটিত রোগ।

আজকে আমরা জানবো মিনামাটা রোগ কি, মিনামাটা রোগের কারণ ,মিনামাটা রোগের লক্ষণ ও উপসর্গ গুলির সম্পর্কে। তাই পোস্টটি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

মিনামাটা রোগ কি

পারদ দূষণ এর ফলে মানুষের দেহে পারদের বিষক্রিয়াজনিত যে মারণ রোগ তৈরি হয় তাকে মিনামাটা রোগ বলে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মিনামাটা রোগ কাকে বলে

মানুষের দেহে পারদের প্রবেশের মাত্রা যদি একটি নির্দিষ্ট সীমার চেয়ে অর্থাৎ পানীয় জলে 0.003 mg এবং রক্তে 0.5 ppm বেশি হয়, তাহলে মানব শরীরে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়,তাকে মিনামাটা রোগ বলে।

মিনামাটা রোগটি সর্বপ্রথম দেখা দিয়েছিল ১৯৫৬ খ্রিস্টাব্দে জাপানের মিনামাটা শহরে।

মিনামাটা রোগের কারণ

মিনামাটা রোগটি প্রথম দেখা গিয়েছিল জাপানের মিনামাটা নামক বন্দর শহরে। জাপানের চিসো কর্পোরেশন এর নিপ্পো চিসো হাইরিও কেমিক্যাল নামে একটি রাসায়নিক কারখানায় তৈরি হত রং, প্লাস্টিক পেন্ট, রাসায়নিক সার, কীটনাশক, কার্বাইড ভিনাইল ইত্যাদি সহ অন্যান্য দ্রব্যসামগ্রী ।

এই কারখানা থেকে মিথাইল মার্কারি( MeHg) নামক বিষাক্ত বর্জ্য পদার্থ গুলি নর্দমার জলের সাথে মিশে কাছের সমুদ্রে এসে পড়ত। এই বিষাক্ত বর্জ্য পদার্থ সমুদ্রের জলে মিশে যাওয়ায় ফলে সমুদ্রে বসবাসকারী শৈবাল ব্যাকটেরিয়া ছোট মাছ থেকে শুরু করে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বড় বড় সামুদ্রিক মাছের দেহে প্রবেশ করে।

যার ফলে স্থানীয় মানুষরা যখন এই সামুদ্রিক মাছ গুলি খায় তখন ওই বিষাক্ত মিথাইল মার্কারি মানুষের দেহে প্রবেশ করতে থাকে। কিভাবে বিষাক্ত পারদ বিষক্রিয়া মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

মিনামাটা রোগের লক্ষণ ও উপসর্গ

  • মানুষের শরীরের বিভিন্ন পেশীতে খিচুনি দেখা যায়।
  • শরীর ধনুকের মতোন বেঁকে যায়।
  • জীভ ও মুখের পেশি অসাড় হয়ে যায়।
  • পাকস্থলীর পরিপাক সংক্রান্ত বিভিন্ন অসুখ দেখা যায়।
  • শিশুদের বিকলাঙ্গতা দেখা দে য়।
  • শরীরের মানসিক দুর্বলতা দেখা দেয়।
  • মস্তিষ্কের কোষের ক্ষতি হয়।
  • স্মৃতিশক্তি দ্রুত বিনষ্ট হয়।
  • বধিরতা দেখা দেয়।

প্রশ্নঃ মিনামাটা রোগ কি দূষণের ফলে হয়?

উত্তরঃ মিনামাটা রোগ হয় পারদ বিষক্রিয়ার ফলে।

প্রশ্নঃ মিনামাটা রোগের কারণ কোন ধাতু?

উত্তরঃ মিনামাটা রোগের কারণ হল পারদ বা মার্কারি (Hg ) ধাতু।

প্রশ্নঃ মিনামাটা রোগের কারণ কী?

উত্তরঃ মিনামাটা রোগের কারণ হল পারদের বিষক্রিয়া।

আশা করি মিনামাটা রোগ কি এর কারণ ও উপসর্গ গুলি এই পোস্টে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন।

Post a Comment

0 Comments