কলামনি কর্নি কি

হৃৎপিণ্ডের নিলয়ের অন্তর্গাত্রের অনুদৈঘ্য শাঙ্কবাকার খাঁজগুলিকে কলামনি কর্নি বলা হয়।

কলামনি কর্নি

আজকে আমরা জানবো কলামনি কর্নি কি। তাই এই পোস্টটি সম্পূর্ণ শেষ পযর্ন্ত পড়ার অনুরোধ রইল।

অন্যভাবে বলা যায়, নিলয়ের বা ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরে অসংখ্য পেশীবহুল তথা মাংসল অভিক্ষেপ থাকে, এগুলিকে কলামনি কর্নি (Columnae cornae) বলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলামনি কর্নি এর অবস্থান

কলামনি কর্নি হৃৎপিণ্ডের দুই নিলয়ের অর্থাৎ বাম ও ডান নিলয়ের অন্তঃপ্রাচীরে অবস্থান করে।

বৈশিষ্ট্য সমূহ

  • এরা পেশীবহুল হয়ে থাকে।
  • দেখতে অনিয়মিত,শাঙ্কবাকার এবং খাঁজযুক্ত।
  • এরা ভেন্ট্রিকলের গহ্বরকে ছোট ছোট স্থানে বিভক্ত করে যাকে ফিসার বলে।
  • এই পেশীবহুল খাঁজগুলি হৃৎপিণ্ডের ডান ও বাম নিলয়ের ভেতরের পৃষ্ঠ থেকে প্রজেক্ট করে।
  • যদি কোনো কারণে হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলের অভ্যন্তরীণ পৃষ্ঠ সমতল হতো , তাহলে শোষণ ঘটত এবং হৃৎপিণ্ডের দক্ষতার সাথে পাম্প করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতো।

কাজ

হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনার ক্ষমতাকে সুষ্ঠুভাবে পরিচালনার সহায়তা করে।হৃৎপিণ্ডের পাম্পের কার্যকারিতাকে অক্ষুন্ন রাখে।

উপসংহার 

আজ আমরা জানলাম কলামনি কর্নি কি। আশাকরি এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন।

Post a Comment

0 Comments