আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন

আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন 

পৃথিবী প্রতি 24 ঘন্টায় একবার তার অক্ষের উপর ঘুরছে। নিরক্ষরেখায় পৃথিবীর ঘূর্ণনের তথা আবর্তনের গতি প্রায় 1,000 মাইল প্রতি ঘন্টা (1,600 কিমি)।


আমরা পৃথিবী পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না। তার কারণ আমরা এবং পৃথিবীর মহাসাগর এবং বায়ুমণ্ডল সহ অন্য সবকিছু একই স্থির গতিতে পৃথিবীর সাথে আবর্তন করে চলেছি।


আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন


আমাদের পৃথিবীর আবর্তনের বেগ অনুভব না করতে পারার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ গুলি হল -


(১) পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন বেগ সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয়।


(২) বায়ুমণ্ডল সমান তালে পৃথিবীর সঙ্গে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করেছে বলে ঘর্ষণজনিত আঘাত সৃষ্টি হয় না।


(৩) পৃথিবীর কাছে এমন কোনো স্থির বা ভিন্ন গতিসম্পন্ন বস্তু নেই, যার সঙ্গে পৃথিবীর গতির তুলনা করা যায়।


(৪) পৃথিবীর আকৃতির তুলনায় আমাদের আকৃতি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকোষের ন্যায়। তাই বিশাল এই পৃথিবীর আবর্তন বেগ আমাদের বেশি অনুভূত হয় না।


 (৫) মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমরা পৃথিবীপৃষ্ঠে আবদ্ধ ও সমানতালে আবর্তিত হচ্ছি তাই ছিটকে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। 


উপসংহার


ভূপৃষ্ঠে অবস্থানরত মানুষজন, জনবসতি ঘরবাড়ি বাস ট্রেন ট্রাম গাছপালা পশুপাখি বায়ুমণ্ডল ইত্যাদি সকলে মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীবৃষ্টি আবদ্ধ আছি। 


সেই সঙ্গে এই সুবিশাল পৃথিবীর সমান বেগে ও সমানতালে আবর্তনশীল অন্য কোনো দ্বিতীয় স্থির বা গতিশীল বস্তুর অস্তিত্ব নেই যার সঙ্গে পৃথিবীর তুলনা করা যায়। 


সেই জন্য আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না।




Post a Comment

0 Comments