নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়

নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায়

নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায়- 1.জাড্যের ধারণা 
2. বলের গুণগত সংজ্ঞা।

1.জাড্যের ধারণা: স্থির বস্তুর স্থিতিশীল অবস্থায় থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার প্রবণতা বা ধর্মকে বলা হয়। জাড্য (Inertia) বা জড়তা ধর্ম। [লাতিন শব্দ Iners = Idle (অলস)]

2.বলের গুণগত সংজ্ঞা : বাইরে থেকে যা প্রয়োগ করে বা যে বাহ্যিক কারণের সাহায্যে কোনো বস্তু বা সংস্থার জাড্য ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই বল বলা হয়।

Post a Comment

0 Comments